আশ্চর্য প্রাণী তিমি ও ডলফিন
তিমি এবং ডলফিন জলজ পরিবেশে বসবাসকারী অন্যতম দুটি স্তন্যপায়ী। পানিতে বসবাস করলেও এদের ফুলকা নেই। স্থলজ পরিবেশে বসবাসকারীদের মতো আছে একজোড়া ফুসফুস। তবুও এরা পানিতে ডুবে মরে না। কারন নিশ্বাস শেষ হলেই এরা বায়ুর সমুদ্রে উঁকি মারে।মজার কথা হল ঘুমের ঘরেও এরা বায়ুর জন্য বায়ুর সমুদ্রে উঁকি দিতে পারে।ডলফিনের ঘুমানোর সময় তার মস্তিস্কের অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে।
আর তিমি এক নিশ্বাসে প্রায় দুই ঘন্টা পানির নিচে ডুবে থাকতে পারে। কারন এদের রক্তে মায়োগ্লোবিন নামক প্রোটিন অনেক বেশি পরিমানে থাকে এবং এটি অক্সিজেন ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে।
( বিস্তারিত জানতে পড়ুন- তিমির শ্বাস এত দীর্ঘ কেন?)
( বিস্তারিত জানতে পড়ুন- তিমির শ্বাস এত দীর্ঘ কেন?)
No comments