সুপারনোভা থেকে আমাদের নিরাপদ দূরত্ব


সুপারনোভা বলতে তারকার  বড় বিস্ফোরণ বোঝায়।একটি তারকার জীবন চক্রের শেষ পর্যায়ে সুপারনোভা সংঘটিত  হতে পারেভাবতে পারেন ,সূর্য সুপারনোভায় পরিনত হলে কি ঘটবে?  যদি সূর্য সুপারনোভায় পরিনত হয় তবে উৎপন্ন শক তরঙ্গে আমাদের পৃথিবী পুরটাই ধংস্ব হবে তা নয়, সূর্যের মুখোমুখি থাকা অংশ ঝলসে যাবেতখন তাপমাত্রা সূর্য পৃষ্ঠের বর্তমান তাপমাত্রার তুলনায় পনেরো গুন বৃদ্ধি পাবে।  সূর্যের ভর হ্রাস পাবে বলেই গ্রহসমূহ নিজ কক্ষ পথ থেকে বিচ্যুত হবেকিন্ত আমাদের সূর্যের সুপারনোভা হওয়ার কোনো সুযোগ নেই কারন এর ভর খুবই কমআমাদের নিকটবর্তী অন্যান্য তারকা যদি সুপারনোভা তে পরিনত হয় তবে আমরা কি নিরাপদে থাকব? সুপারনোভা থেকে পৃথিবীর নিরাপদ দূরত্ব কতটুকু? বৈজ্ঞানিক তথ্য মতে, পৃথিবী এবং একটি সুপারনোভার নিকটতম নিরাপদ দূরত্ব 50 থেকে 100  আলোক বছর
এখন আপনাদের জানাব ,পৃথিবীর নিকটবর্তী স্থানে কোনো তারকা সুপারনোভা পরিনত হলে পৃথিবীর কি ঘটবে? ধরি, পৃথিবী থেকে ৩০ আলোক বর্ষ দুরে কথাও একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটল। তখন পৃথিবীর উপর এর নিম্নোক্ত প্রভাব পড়তে পারে :
. পৃথিবীর সম্ভাব্য ভর হ্রাস পাবে
.সুপারনোভা থেকে আসা এক্সরে গামা রশ্মি তরঙ্গ পৃথিবীর ওজোন স্তরকে ধংস্ব করে দিবে এবং বায়ুমণ্ডলের  নাইট্রোজেন অক্সিজেন উত্তাপে আয়নিত হয়ে বিপুল পরিমানে নাই্ট্রাস অক্সাইডের ধোয়া পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরী হবে
.ফাইটোপ্লাঙ্কটন প্রবাল সম্প্রদায় বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হবেসমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি নড়বড়ে হয়ে যাবে
.পৃথিবীতে প্রানের মিউটেশন তথা আকস্মিক পরিবর্তন ঘটবে এবং পৃথিবীর জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটবে



"বৈজ্ঞানিক তথ্য মতে, পৃথিবী এবং একটি সুপারনোভার নিকটতম নিরাপদ দূরত্ব 50 থেকে 100  আলোক বছর"



দুশ্চিন্তা হচ্ছে? মজার ব্যাপার হলো, এই কম দূরত্বে মানব সভ্যতার ইতিহাসে সুপারনোভার ঘটনা কখনও ঘটে নিনিকটবর্তী সময়ে ১৯৮৭ সালে প্রায় ৬৮ হাজার আলোক বর্ষ দূরে তারকার বিস্ফোরণ ঘটেবিজ্ঞানী জোহান কেপলারের রেখে যাওয়া তথ্য উপাত্ত  থেকে পাওয়া যায়, ১৬০৪ সালে প্রায় ২০ হাজার আলোক বর্ষ দুরে এই ঘটনাটি ঘটেযার কোনো প্রভাব পৃথিবীতে পড়েনি কিন্তু রাতের আকাশে এটি ছিলো সবচেয়ে উজ্জ্বল এবং এমনকি দিনের আলোতেও মানুষ একে প্রত্যক্ষ করেছিল
জানা দরকার, ৫০ থেকে ১০০ আলোক বর্ষ দূরত্বের মধ্যে কতগুলো সুপারনোভা আছে? এই উত্তরটি নির্ভর করবে সুপারনোভার শ্রেনীর উপর। যেমন, টাইপ- সুপারনোভা হলো অনেক বেশী ভরের সংকুচিত তারকাকিন্তু ৫০ আলোক বর্ষ দূরত্ব জাতীয় সুপারনোভা নেইটাইপ-১ আরেক ধরনের সুপারনোভা যা দুর্বল ছোট সাদা বামন তারকার সংকোচনে তৈরী হয়৫০ আলোক বর্ষ দূরত্বের মধ্য এদের সংখ্যাটা নিশ্চিত হওয়া অনেক কঠিন কারন এরা খুবই অস্পষ্টতবে প্রায় ১০০ টির মতো থাকার সম্ভাবনা অনেক বেশীতবে আমাদের সৌর ব্যবস্থা হতে ১৫০ আলোক বর্ষ দুরেআইকে পেগাসি বিনামক তারকা টি সুপারনোভা প্রার্থী বলে বিজ্ঞানীরা নিশ্চিতএই তারকাটি টাইপ - সুপারনোভায় পরিনত হবে কারন এর ভর কম এবং এটি সাদা বামন তারকাযখন এর ভর বৃদ্ধি পাবে, তখন এর বহিরাংশ বিস্ফোরিত হয়ে সুপারনোভায় পরিনত হবেপ্রশ্ন আসতে পারে, কিভাবে এই তারকাটির ভর বৃদ্ধি পাবে? “আইকে পেগাসি নামক আরেকটি তারকা যা আইকে পেগাসি বিএর নিকটবর্তীযখনআইকে পেগাসি নামক তারকাটির একটি লোহিত দৈত্য তারকার সাথে অভিলেপন ঘটবে, তখন এর ভর তথা ব্যাসার্ধ অনেক গুনে বৃদ্ধি পাবেতখনআইকে পেগাসি আইকে পেগাসি বিপরস্পর জুড়ে গিয়েআইকে পেগাসি বিএর ভর বৃদ্ধি পাবেআর তখনিআইকে পেগাসি বিসংকুচিত হয়ে বিস্ফোরিত হবে
বেটেলজুয়েস তারকার সাথে নিশ্চয়ই পরিচয় আছেসুপারনোভা গল্পে উল্লেখ করা আরেকটি তারকা বেটেলজুয়েস, আমাদের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলোর একটি, বিখ্যাত নক্ষত্র পুঞ্জ ওরাইয়নের অংশ। বেটেলজুয়েস একটি অতি দানব তারকা। এটি স্বতঃস্ফূর্তভাবে খুব উজ্জ্বল। বেটেলজিউস আকাশে সবচেয়ে বিখ্যাত তারকাদের মধ্যে অন্যতম কারণ এটি যে কোনো দিন বিস্ফোরিত হবে
বেটেলজিউস এর জীবন কালের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছেতাই যে কোনো দিন এর মজুতকৃত  জ্বালানি শেষ হয়ে যাবেতখন মহাকর্ষের টানে সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত হয়ে তীব্র সংকোচন শুরু হবেএর পরেই তীব্র বিস্ফোরণে এটি টাইপ-২ ধরনের সুপারনোভায় পরিনত হবেতখন এর আলোর উজ্জ্বলতা এতটাই হবে যে রাতের বেলা পূর্ণ চাঁদের মত, এমনকি দিনের বেলাতেও দৃশ্যমান হবে দৃশ্য এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত দৃশ্যমান হতে পারে
জানতে ইচ্ছে করছে কখন এটি ঘটতে পারে? সম্ভবতঃ, আমাদের জীবদ্দশায় নয়, তবে কখন ঘটবে কেউ জানে নাএটা আগামীকাল বা মিলিয়ন বছর পরও ঘটতে পারেযখন এটি ঘটবে তখন এর তীব্রতা পৃথিবীর বসবাসকারী  প্রানের দৃষ্টিগোচর হবে, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না কারন এটি ৪৩০ আলোক বর্ষ দূরত্বে সংঘটিত হবে
আপনারা কি জানেন আমাদের গ্যালাক্সিতে কয়টি সুপারনোভা ছড়িয়ে ছিটিয়ে আছে?
এর সঠিক সংখ্যা কেউ জানে নাবিজ্ঞানীরা ধারণা করেছেন যে সুপারনোভা থেকে উচ্চ-শক্তির বিকিরণ ইতিমধ্যে পার্থিব প্রজাতিগুলির মধ্যে মিউটেশন সৃষ্টি করেছে, এমনকি মানুষও এর অন্তর্ভুক্ত হতে পারেএকটি অনুমান প্রস্তাব করেছে পৃথিবীর আশেপাশে প্রতি ১৫ মিলিয়ন  বছরে একটি বিপজ্জনক সুপারনোভা ঘটনা ঘটতে পারে আরেকটি অনুমান বলছে, গড়ে সুপারনোভা বিস্ফোরণটি পৃথিবীর ১০ পারসেক (৩৩ আলোক বর্ষ)দূরত্বের মধ্যে প্রায় ২৪০ মিলিয়ন বছরে একবার ঘটে থাকে
 
Video credit: Ramona J. Vo

No comments

Theme images by JacobH. Powered by Blogger.