সূর্যের ব্যবচ্ছেদঃঃ আলোক অঞ্চল


সৌরপৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই অঞ্চল(Photosphere)। সূর্যের দিকে তাকালে আমরা এই অঞ্চলটিকে দেখতে পাই (তবে উপযুক্ত ফিল্টারের ব্যাবহার  ব্যতিরেকে উজ্জ্বল সূর্যের দিকে তাকানো উচিত নয়, নতুবা দৃষ্টিশক্তি বিপন্ন হতে পারে)। এর নিম্নাঞ্চলের তাপমাত্রা প্রায় ৬৫০০ ডিগ্রী কেলভিন এবং বহিরঙ্গের তাপমাত্রা ৪০০০ ডিগ্রী কেলভিন। এর উজ্জ্বলতা চাঁদের পৃষ্ঠের ৩৯৮,০০০ গুন। এটি সূর্যের কেন্দ্রের তুলনায় অনেক ঠান্ডা। এই অঞ্চলের ঘনত্ব পানির ১ লক্ষ ভাগের এক ভাগ। এ অঞ্চলের রাসায়নিক গঠনের মধ্যে আছে হাইড্রোজেন ৭৪.৯%, হিলিয়াম ২৩.৮%, কার্বন ০.৩%, নিয়ন.০.২%, আয়রন ০.২%, আক্সিজেন প্রায় ১%। তাছাড়া এখানে অধিশোষন বর্ণালী রেখার উপস্থিতি বিশেষভাবে লক্ষ্যনীয়। এখানে sun spot তথা সৌরকলঙ্ক দেখা যায়। যখন পরিচলন কোষগুলো সূর্য পৃষ্ঠের দিকে তাপ পরিবহনে বাধাপ্রাপ্ত হয়, তখন তারা সূর্যের পৃষ্ঠে ঠান্ডা হয়ে বিন্যস্ত হয় এবং সৌরকলঙ্ক তৈরী করে। এদেরকে কালো দেখায় কারন পরিপার্শ্বের তুলনায় এরা ঠান্ডা। তাছাড়া অনেকগুলো সৌরকলঙ্ক একত্রিত হয়ে সূর্য পৃষ্ঠের প্রায় ১ হাজার থেকে কয়েক মিলিয়ন বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। উচ্চ মাত্রায় সক্রিয় সৌরকলঙ্ক পরবর্তীতে হয়ে নাটকীয়ভাব সৌরতরঙ্গ ( flares), coronal mass ejections ( CMEs) তৈরী করে।
উৎসঃ উইকিপিডিয়া

No comments

Theme images by JacobH. Powered by Blogger.