সূর্যের ব্যবচ্ছেদঃঃ সৌরমুকুট
সৌরমুকুট (Corona) সৌরমন্ডলের সর্ববহিস্থ আবরন, যা মহাশূন্যের বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত।এটি বর্ণমন্ডল থেকে শুরু করে মহাশুন্যে ১ মিলিয়ন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত । এই আবরনটি আয়নিত হাইড্রোজেন পরমানু দিয়ে গঠিত। বর্ণমন্ডল থেকে শুরু হয়ে এর ঘনত্ব হ্রাস পেতে পেতে মহাশুন্যে বিলীন হয়ে গেছে। এর গড় তাপমাত্রা প্রায় ১-২ মিলিয়ন ডিগ্রী কেলভিন।যা সূর্যের দ্বিতীয় উত্তপ্ত অঞ্চল। করোনাগ্রাফ টেলিস্কোপ দ্বারা এ অঞ্চল শনাক্ত করা হয়েছে। ১৯৫০ সালে এই অঞ্চলটি প্রস্তাবিত হয়। উচ্চ তাপমাত্রায় আয়নিত আয়রন এ অঞ্চলে বিভিন্ন তড়িৎচৌম্বকীয় বর্ণালী সৃষ্টি করে। তিনটি উৎসের জন্য আলো এ অঞ্চল থেকে আসে।
১. k- করোনা : মুক্ত ইলেক্ট্রনের দ্বারা সূর্যরশ্মি বিক্ষেপনের ফলে এর সৃষ্টি হয়।
২. F - করোনা : ধূলিকনা দ্বারা সূর্য রশ্মি বিক্ষিপ্ত হলে এর উৎপত্তি হয়।
৩. E - করোনা : প্লাজমা অনুসমুহের বর্ণালী নিঃসরনের ফলে এর উৎপত্তি হয়।
এই অঞ্চলের ঘনত্ব পানির ১০০ বিলিয়ন ভাগের এক ভাগ এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ১০ লক্ষ ভাগের এক ভাগ। এখানে উপস্থিত চৌম্বক ফ্লাক্স সৌর বায়ু তৈরীর জন্য দায়ী।
চিত্র : সূর্য গ্রহনের সময় তোলা ছবি। যেখানে সাদা প্রতিপ্রভাই সূর্যের সৌরমুকুট।( image source: nasa.gov)
সূর্যের চারিদিকে এই অঞ্চলের আবরন সূষম নয়। নিরক্ষীয় অঞ্চলে এই আবরনের পুরুত্ব অনেক বেশী। সূর্যের সক্রিয় সময়ে সূর্যের নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই আবরনের পুরুত্ব বেশী থাকে।
উৎসঃ উইকিপিডিয়া ।
উৎসঃ উইকিপিডিয়া ।
No comments