মহাবিশ্বে কত পরমানু ?
আমাদের দৃষ্টি সীমায় কত বিচিত্র রুপ চোখে পড়ে! সকালের রঙ্গিন আলোয় শিশির ভেজা ঘাসে মুক্তার ছাপ। আকাশের নীল দিগন্ত ছাপিয়ে উড়ে বেড়ানো পক্ষীকূল। কিংবা গভীর রাতে সৈকতে বসে সমুদ্রের গর্জন ।আবার রাতের আকাশ জুড়ে বড় ছোট মিটিমিটি তারকার বিন্যাস। এসব নিয়ে আমাদের হৃদয়ে অনুভূতির শেষ নেই। অস্তিত্বের চিন্তায় সবাই আলাদা আলাদা অস্তিত্ব। কিন্তু এরিস্টটল কিংবা নিউটনের চিন্তার মত এই মহাবিশ্ব আসলে স্থির নয়। বিগ ব্যাং দিয়ে শুরু হওয়া এই মহাবিশ্বের চূড়ান্ত পরিনতি যে ধংস্ব এ ব্যাপারে বিজ্ঞানী সমাজ একমত।
সূতরাং আমাদের আশেপাশে অস্তিত্বশীল সবকিছু আসলে চির অস্তিত্বশীল নয় । আমরা বলতে পারি “ অনিশ্চিত অস্তিত্বশীল”। পরিনতির দিক দিয়ে এই দৃশ্যত জগতের যেমন মিল আছে। তেমনি মিল আছে বস্তুগত গঠনের দিক দিয়েও।
অতি আনুবীক্ষনিক
ভাইরাস -ব্যাক্টেরিয়া থেকে শুরু করে বৃহৎ প্রাণী হস্তী পর্যন্ত অথবা ক্ষুদ্র পিপীলিকা
থেকে শুরু করে বড় বড় নক্ষত্র , গ্যালাক্সি
পর্যন্ত সুন্দর শুশোভিত এই মহাবিশ্বের
সব কিছুকে ভাঙলে ক্ষুদ্র একক হিসেবে পাওয়া যায় পরমানু।পরমানুর বিন্যাসেই গঠিত
হয়েছে বস্তুজগত। সূতরাং পরমানু হলো প্রত্যেকটি বস্তুর বিল্ডিং ব্লক।
চিন্তা আর
বৈজ্ঞানিক তত্বের বিবর্তনে অসীম মহাবিশ্ব আজ সসীম। আমাদের পর্যবেক্ষনগত এই সসীম মহাবিশ্বে
পরমানুর সংখ্যাও যে সসীম তা সহজে বোধগম্য। কিন্তু গোটা মহাবিশ্বে মোট পরমানুর পরিমান
সংখ্যাগত দিক থেকে কত? আমরা আজকে এর উত্তর খুজবো ।
মহাবিশ্বে
মোট পরমানুর সংখ্যার হিসাব দুই ভাবে করা যেতে পারে । প্রথমত , আমরা ধরে নেই যে, আমাদের
মহাবিশ্বের সকল পদার্থ হাইড্রোজেন পরমানু দিয়ে গঠিত। এই ধরে নেওয়াটা হিসাবকে সহজ করে
দিবে। এখন আমরা সূর্যের মোট পরমানুর সংখ্যা হিসেব করব। আমরা জানি সূর্যের ভর ৩×১০৩৩
গ্রাম। আর হাইড্রোজেন পরমানুর গড় পারমানবিক ভর ১.০০৮ amu. আবার একটি পদার্থের
এক মোলে যতটি মৌল, অনু বা আয়নের থাকে তাকে এভোগ্যাড্রোর সংখ্যা বলে। এর মান ৬.০২×১০২৩
।
সূর্যের মোট পরমানুর সংখ্যা= (সূর্যের ভর×এভোগ্যাড্রোর সংখ্যা)/ ১ মোল হাইড্রোজেনের ভর
এভাবে সূর্যের
মোট পরমানুর সংখ্যা দাঁড়ায় ১.২০১×১০৫৭
টি। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সীতে আছে
১০১১ টি নক্ষত্র। সূতরাং আমাদের গ্যালাক্সীতে আছে আনুমানিক ১.২০১×১০৫৮ টি পরমানু । এভাবে আমরা মোট গ্যালাক্সীর সংখ্যাকে
একটি গ্যালাক্সীর পরমানুর সংখ্যা দিয়ে গুন করলে এই মহাবিশ্বের মোট পরমানুর সংখ্যা পাব
………১০৭৮ টি।
মহাবিশ্বে
মোট পরমানুর সংখ্যা হিসেব করার দ্বিতীয় আরেকটি উপায় আছে। মহাবিশ্বের ভর নির্ণয়ের মাধ্যমে
এই হিসেব করা যেতে পারে। আমরা জানি পর্যবেক্ষনকৃত এই মহাবিশ্বে ৪০০ বিলিয়ন গ্যালাক্সি
আছে এবং নক্ষত্রের সংখ্যাটা ১০০ সেক্সট্রিলিয়নের মত। প্রতিটি নক্ষত্রের গড় ভর ১০৩৫ গ্রাম হলে মহাবিশ্বের ভর দাঁড়ায় ১.২×১০৫২ মেট্রিক টন।
প্রত্যেক
গ্রামে ১০২৪টি প্রোটন বা হাইড্রোজেন পরমানু
থাকে। সূতরাং এই মহাবিশ্বে মোট হাইড্রোজেন পরমানুর সংখ্যা ১০৮৬ বা একশত হাজার কোয়াড্রিলিওন ভেজিটিলিওন।
অতএব মহাবিশ্বের
পরমানুর সংখ্যার পরিমান ১০৭৮ থেকে ১০৮৬ প্রায়। লেইম্যানের ভাষায় এক কোয়াড্রিলিওন ভেজিটিলিওন এবং একশত
হাজার কোয়াড্রিলিওন ভেজিটিলিওন। সংখ্যাটা দেখতে ১0 000 000 000 000
000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000 000
000 000 ঠিক এমন । অনেক শুন্য!
কিন্তু মজার ব্যাপার হলো এই মহাবিশ্বের মাত্র ৪.৯% পদার্থ পর্যবেক্ষনযোগ্য
। আর প্রায় ৬৮.৩% ডার্ক এনার্জি এবং ২৬.৮% ডার্ক ম্যাটার। এটা অনুকল্পিত যে ডার্ক ম্যাটার
সাধারন পদার্থের মতই সূষমভাবে এই মহাবিশ্বে বিস্তৃত। এদের বৈশিষ্ট এখনো অজানা। মহাবিশ্বের
প্রসারণে এদের ভূমিকা আছে বলে স্বীকার করা হয়।
পরমানুর
সংখ্যা পরিমাপের এই পদ্ধতি একটি বিস্তর ধারণাপ্রসূত। তবে বিজ্ঞানের অগ্রগতির সাথে
সাথে কোনো এক সময় হয়ত মহাবিশ্বের পরমানুর সংখ্যা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সঠিকভাবে
বের করা যাবে।
উৎস ঃ সায়েন্স এবিসি ডট কম
No comments